কবিতা

এ কোন বরাতের রাত

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ২০:২৩ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০, ২১:১৭

পিয়াস মজিদ

 

 

 

 

এবার এল রাত,
এ কোন বরাত!
বরফি দেয়া রুটির শৈশবে আজ
ধেয়ে এল মৃত্যুর কালো হাত।
আকাশে চাঁদনি-চাহনি
তবু ধেয়ে আসে অশনি,
হঠাৎ মেঘের তরণি।
স্বজন শুয়ে থাকে
দীপহীন দূর গোরস্থান,
ঘর-গোরে আমিও একাকী
খাঁ খাঁ,  ধূ ধূ রেগিস্থান।


রুহের রোদনগোলাপ;
ভিজে যায়,
আকুল ভিজে যায়
মনের মালঞ্চমিনার
আর ঊষর সারারাত।
এমন বরাতের রাত
যেন হয় এই শেষবার।
৯ এপ্রিল, ২০২০, ঢাকা।