করোনা: অনলাইনে সোয়া ছয় লাখ মানুষকে রেড ক্রিসেন্টের বার্তা

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ২০:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গত ১৬ দিনে দেশের ৬ লাখ ২০ হাজারের অধিক মানুষের কাছে অনলাইনের মাধ্যমে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ সোসাইটির গৃহিত বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী কর্মপন্থা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত এক সমন্বয় সভা সোসাইটির বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, রেড ক্রিসেন্ট সোসাইটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেইজে (ফেইসবুক ও টুইটার) এ বার্তা পৌঁছানো হয়।  এছাড়াও, কোভিড-১৯ সম্পর্কিত বিভিন্ন গ্রুপ খুলেও বিভিন্ন প্রয়োজনীয় তথ্যমূলক বার্তা প্রতিনিয়ত শেয়ার করা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন ডা. মো. হাবিবে মিল্লাত।  এসময় সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিনসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এনআই/ইএস)