নারায়ণগঞ্জে করোনা টেস্টের ল্যাব চান শামীমপুত্র

অয়ন ওসমান
| আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৩:৩৪ | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ২০:৩৩

আমাদের দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকার পরেই নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি। নারায়ণগঞ্জ রেড এলার্ট ও লকডাউন করা হইছে। এই শহর সবচেয়ে ঝুঁকিপূর্ণ। অন্য বিভাগ কিংবা জেলা থেকে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি।

যার কারণে অনেকেই ঢাকায় আসা যাওয়া করে করোনার টেস্টগুলো করতে পারছে না। আমি মনে করি এই অবস্থায় মানুষকে মহামারি থেকে বাঁচাতে নারায়ণগঞ্জে করোনা ভাইরাস শনাক্তকরণ টেস্ট ল্যাব চালু করা দরকার।

অনলাইন মিডিয়ার কিছু সূত্র থেকে জানতে পেরেছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩টি থানা এলাকায় মানুষের দূর্ভোগের কথা। খাবার নাই, চিকিৎসায় উদাসীনতা, বিভিন্ন রোগে আক্রান্তের খবর।

সিটি কর্পোরেশনের প্রধান কর্তা শুধু বলেন, ‘কারফিউ চাই, কারফিউ চাই, তারপরে তার আর দেখা মিলে না’। মানুষের খাবার, চিকিৎসার তিনি কি ব্যবস্থা করলেন? কোনো সমাধান নেই!

তেমনি জামতলায় ঘটে যাওয়া ঘটনাটি মহিলার নাম নাজমা সুলতানা শিমু। স্বামী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে, ২ ছেলেমেয়ে, খাবার নেই, তার নিজের শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়া হচ্ছে।

তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ফোন করে বলেছেন আমি হয়তো করোনায় আক্রান্ত প্লিজ আমাকে চিকিৎসায় সাহায্য করুন। কিন্তু কেউ যায় নি। তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনের অবহেলায় আঘাত পেয়েছি। এই হলো বর্তমান সিটি কর্পোরেশন!

মানুষের বিপদে এমন কাজ কাম্য নয়। আল্লাহ রহমত দান করুন। আল্লাহ আমাদের হেফাজত করুন।

[ফেসবুক থেকে নেওয়া]

ঢাকাটাইমস/৯এপ্রিল/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :