নোয়াখালীতে ত্রাণ নিয়ে হতদরিদ্রদের বাড়িতে ইউএনও

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ২২:৪১

নোয়াখালীতে শতাধিক কর্মহীন রিকশাচালক, বাসের হেলপার, জেলে ও হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ এলাকা, ধর্মপুর বাংলা বাজার, নোয়াখালী ইউনিয়ন ও এওজবালিয়া ইউনিয়নের মান্নাননগর এলাকায় এ ত্রাণ পৌঁছে দেন তিনি। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আলু ও তেল।

সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার বলেন, করোনাভাইরাসের কারণে শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় সবাই বিপাকে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে রিকশাচালক, বাস হেলপার, জেলে ও হতদরিদ্র মানুষগুলো। এমন পরিস্থিতিতে তারা যেন ঘর থেকে বের না হয়ে খেয়ে বেঁচে থাকতে পারে, সে লক্ষ্যে শতাধিক পরিবারের বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :