বগুড়ায় সংবাদপত্র হকারদের খাদ্যসামগ্রী দিলেন ডিসি

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ২২:৪৪

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনা সংকটের কারণে অসহায় হয়ে পড়া বগুড়া জেলার সংবাদপত্র হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বৃহস্পতিবার বিকাল ৫টায় বগুড়া সার্কিট হাউজ প্রাঙ্গণে ৫০ জন হকারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রত্যেককে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল ও সাবান বিতরণ করা হয়েছে। আমরা ২৫০ জন সংবাদপত্র হকারের তালিকা পেয়েছি। প্রথম দফায় ৯১ জন হকারের মাঝে এবং আজ  দ্বিতীয় ধাপে ৫০ জন হকারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে তালিকার সবাইকে সহায়তা দেওয়া হবে।

হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকরসহ আরো অনেকে।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)