করোনা: ইতালিতে দুই দিনে তিন বাংলাদেশির প্রাণহানি

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ২২:৪৪

মিলানের একটি হাসপাতালে বৃহস্পতিবার মিজান (৪৫) নামে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার দেশের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি ইতালির বেরগামো শহরে বসবাসরত করতেন। মিলান কেন্দ্রীয় মসজিদের প্রধান খতিব জোনাইদ সোবহান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বুধবার রাতে রাজধানী রোমের তরবেরগাতা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন হিরু মারা যান। তিনি রোম শহরের তরবেল্লামোনাকার দীর্ঘদিন যাবত বসবাসরত করতেন। তার দেশের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া হলতা গুলিসাখালী লক্ষ্যনা এলাকায়। রোমের বরিশাল সমিতির নেতৃবন্দ বিষয়টি নিশ্চিত করেন।

সালাউদ্দীন সৈয়াল (৪২) নামে আরেক বাংলাদেশি বুধবার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা করেন।

জানা গেছে, ইতালির উত্তরাঞ্চল লোম্বার্দিয়ার আওতাধীন বেরগামো সালাউদ্দীন সৈয়াল পরিবারসহ দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। করোনায় আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন ধরে তিনি বেরগামো হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার তিনি মারা যান।

তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাটকল এলাকায়। প্রসঙ্গত, ইতালিতে এর আগে আরও চারজন প্রবাসী করোনায় মারা গেছেন। এ নিয়ে ইতালিতে মোট সাতজন বাংলাদেশি করোনাভাইরাসে মারা গেল।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :