বগুড়ায় সরকারি চালসহ কৃষক লীগ নেতা আটক

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ২২:৪৭

বগুড়ায় এবার হতদরিদ্রদের ৫০ বস্তা চালসহ আটক হয়েছেন মিঠু মণ্ডল নামে এক কৃষক লীগ নেতা। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। ডিলারের সাথে যোগসাজস করে ১০ টাকা কেজি দরের চাল কালো বাজারে কেনার অভিযোগে পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার মধুপুর ইউনিয়নের তেকানী চুকাইনগর বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে খোলাবাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। আটক মিঠু মণ্ডল ডিলারের সঙ্গে যোগসাজশ করে ৫০ বস্তা চাল কিনে নেন। সন্ধ্যার পর সেই চাল পাচারের সময় জনগণ তাকে ধরে পুলিশে খবর দেয়। সেখান থেকে মিঠু মণ্ডলকে আটক এবং ৫০ বস্তা চাল জব্দ করে পুলিশ।

সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন ঢাকা টাইমসকে জানান, কালোবাজারে সরকারি চাল কেনার অভিযোগে মিঠু মণ্ডলকে আটক করা হয়েছে। তার নামে মামলা হবে।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :