কুমিল্লায় আরেকজন করোনায় আক্রান্ত

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ২৩:২৭

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার আরেকজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তিতাস উপজেলার আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটি চালের আড়তে চাকরি করতেন। তার বয়স ৪৮। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদা আক্তার। তার বিরামকান্দিকে গ্রামটি লকডাউন করা হয়েছে।

সূত্র জানায়, কুমিল্লা তিতাস উপজেলার বিরামকান্দির গ্রামের আক্রান্ত ব্যক্তি গত চার দিন আগে ঢাকায় জ্বর সর্দিতে আক্রান্ত হন। পরে কুমিল্লার তিতাসে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করে। বৃহস্পতিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটা চালকলে কাজ করতেন। করোনা উপসর্গ দেখা যাওয়ায় গত ৮ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ ওই ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে। আপাতত বাড়িতে চিকিৎসা চলবে। উপজেলা থেকে তার শারীরিক অবস্থার মনিটরিং করা হবে। তারপর অবস্থা বুঝে উপজেলায় আইসোলেশন নতুবা জেলায় তাকে আনা হবে।

প্রসঙ্গত, কুমিল্লার বুড়িচং উপজেলার দুইটি শিশুও করোনায় আক্রান্ত হয়েছে।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)