করোনায় ইতালিতে ১০০ চিকিৎসকের মৃত্যু

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ২৩:২৯

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ইতালিতে গত দুই দিনে ১৩ জন চিকিৎসক মারা গেছেন। এ নিয়ে মোট অন্তত ১০০ জন চিকিৎসক এবং ২৬ জন নার্স প্রাণ হারিয়েছেন। এছাড়াও প্রায় দশ হাজার চিকিৎসাকর্মী আক্রান্ত হয়েছেন বলে মেডিক্স ফেডারেশন এফএনওএমসিইও এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিকিৎসকদের মৃত্যুর বিষয়টি নথিবদ্ধ করা হচ্ছে (সূত্র:টিজিকম২৪)।

জানা গেছে, করোনায় মারা যাওয়া চিকিৎসকদের বেশিরভাগই ইতালির লোম্বারদিয়া অঞ্চলে কাজ করতেন। এছাড়াও নাপোলি, এমিলিয়া, রোমানিয়া এলাকায় চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন।

করোনার ভয়াল থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ মারা যাচ্ছেন। আক্রান্তও হচ্ছেন কয়েক হাজার মানুষ। বুধবার প্রাণ হারিয়েছেন আরো ৫৪২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৯ জনে। গতকাল একদিনে নতুন আক্রান্ত তিন হাজার ৮৩৬ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে রেকর্ড ২০৯৯ জন। চিকিৎসাধীন আছে ৯৫ হাজার ২৬২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৪২২ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)