সাঁথিয়ায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ২৩:৪২

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার সাঁথিয়ায় মরণঘাতী করোনা উপসর্গে বৃহস্পতিবার ছুম্মা খাতুন (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের আবু বক্করের স্ত্রী। বিকালে প্রশাসনের তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুসারে সুরক্ষা পোশাক পরা স্বেচ্ছাসেবক দল ওই নারীর দাফন সম্পন্ন করেছে।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ফাতেমা তুজ জান্নাত জানান, মৃত ছুম্মা খাতুন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও এ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার জ্বর ও কাশি আরও বেড়ে যায়। তাই করোনা সন্দেহে বুধবার ছুম্মা খাতুনের রক্ত সংগ্রহ করে রাজশাহীতে পরীক্ষার জন্য পাবনা পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তার মুত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।  

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ জানান, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সতর্কতার জন্য ওই বাড়িটি লকডাউন করা হয়েছে এবং করোনায় মৃত ব্যাক্তির পদ্ধতিতেই তার লাশ দাফন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/কেএম)