গফরগাঁওয়ে প্রথম করোনা রোগী শনাক্ত, ২৫ বাড়ি লকডাউন

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১০:০২ | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ০০:২০

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬০ বছর বয়সী এক নারী। আক্রান্ত নারীর বাড়ি গফরগাঁও পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন শিলাসী লাঠিয়াবাড়ি।

তাকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেয়া হয়েছে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক এ খবর নিশ্চিত করেছেন।

ডা. মানিক জানান, ওই নারী গত কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। পরে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত গবেষণাগারে পাঠানো হয়। সেখানে পরীক্ষা করে ওই নারীর করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এদিকে ওই নারীর করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই নারীর বাড়িসহ আশপাশের ২৫ বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। বাড়ি লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান।

প্রসঙ্গত, বুধবার ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :