মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়াল যুক্তরাষ্ট্র, আক্রান্ত পৌনে ৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ০৮:৩২

করোনায় দিশেহারা বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় মৃত ও আক্রান্ত ব্যক্তির সংখ্যা।

অনেক আগে আক্রান্তের সংখ্যায় সবাই উপরে ছিল দেশটি। এখন হু হু করে বেড়ে চলেছে মৃতের সংখ্যাটাও। প্রতিদিন সহস্রাধিক মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে মারা যাচ্ছেন।

গতকাল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪০৬ জন। এর ফলে মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে ইতালির পরেই অবস্থান দেশটির।

তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর এখন মোট সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৬ জন। প্রতিদিন এই সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়েছে। আর বর্তমানে মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ জন।

বিশ্বে করোনায় আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে কাছে কেউ নেই। যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গরাজ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে উইওমিং অঙ্গরাজ্যে এখনো করোনায় কারও মৃত্যু হয়নি।

করোনায় বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। শুধু নিউইয়র্কে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ লাখ ৫০ হাজারের কাছাকাছি। সেখানে করোনায় আক্রান্ত দেড় লক্ষাধিক মানুষের মধ্যে ৬ হাজারের বেশি মারা গেছে।

বিশ্বের ১৬ লাখেরও বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ লাখ ৫৩ হাজার ২২২ জন।

ইতালিতে ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। এছাড়া ১ লাখ ১৮ হাজার এবং ১ লাখ ১৭ হাজার আক্রান্ত হয়েছে যথাক্রমে জার্মানি এবং ফ্রান্সে।

মৃতের সংখ্যায় সবার ওপরে আছে ইউরোপের দেশ ইতালি। সেখানে এখন পর্যন্ত ১৮ হাজার ২৭৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর তৃতীয় স্থানে আছেন স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ৪৪৭ জন।

ঢাকাটাইমস/১০এপ্রিল/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :