১৯৩০ সালের পর এই প্রথম আর্থিক মন্দার মুখে বিশ্ব

ঢাকা টাইমস ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১১:২১ | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১০:৫৯

১৯৩০ সালের ভয়ঙ্কর আর্থিক মন্দার পর এই প্রথম বিশ্ব অর্থনীতিতে খারাপ প্রভাব পড়তে শুরু করেছে। এমনটাই জানিয়েছেন আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা। করোনার প্রভাবে বিশ্বে অর্থনীতি বিরাট ধাক্কা খেতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আইএমএফের এই প্রধান বলেন, মহামারি করোনার জেরে ভয়ঙ্কর আর্থিক মন্দার সাক্ষী হবে ২০২০ সাল। এমনকি, ১৯৩০ সালের ভয়ঙ্কর আর্থিক মন্দার পর এই প্রথম বিশ্ব অর্থনীতিতে এতটা খারাপ অবস্থা হতে পারে এ বছরে। বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান।

আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, আজ গোটা বিশ্ব সংকটের মুখোমুখি হয়েছে। করোনা আমাদের সামাজিক-অর্থনৈতিক গতি ব্যাহত করেছে, যা আমাদের জীবদ্দশায় আগে ঘটেনি।

জর্জিভা আরও বলেছেন, বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাস। কোটি কোটি মানুষের জীবনে সংকট দেখা দিয়েছে। তার কথায়, ‘কয়েক সপ্তাহ আগে পর্যন্তও সবকিছু স্বাভাবিক ছিল। এখন স্কুল যাওয়া, কাজে বেরোনো, সবকিছুই বিপজ্জনক’।

ক্রিস্টালিনা জর্জিভা বলেন, ‘আমরা আন্দাজ করতে পারছি যে, এবছর আর্থিক মন্দা সবথেকে খারাপ হবে। তিন মাস আগে পর্যন্ত আশার আলো দেখেছিলাম যে ২০২০ সালে ১৬০টিরও বেশি দেশের মাথাপিছু আয় বাড়বে। এখন আমাদের মনে হচ্ছে, এ বছর ১৭০টিরও বেশ দেশের মাথাপিছু আয় খারাপ হবে’।

১৯২৯ সালে বিশ্বব্যাপী ভয়ঙ্কর আর্থিক মন্দা হয়। ১৯২৯ সালে ওয়াল স্ট্রিটে ধসের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার সূত্রপাত ঘটে। এর প্রভাব চলেছিল ১০ বছর পর্যন্ত। করোনার প্রভাবে আর্থিক মন্দা পুষিয়ে নিতে কত বছর লাগে সেটাই এখন দেখার বিষয়।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :