ক্লার্কের অভিযোগের জবাব দিলেন পেইন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১১:৪৫

আইপিএলে দল পেতে ২০১৮-১৯ মৌসুমের ঘরের মাঠে ভারতীয় কাপ্তান ভিরাট কোহলিকে স্লেজিং করতে চায়নি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এমন অভিযোগ তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। এমনকি বিরাট কোহলিকে ভয় পেত অজিরা এমন মন্তব্যও করে বসেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। কিন্তু দলটির বর্তমান অধিনায়ক টিম পেইন একদিনের মাথায় দিয়েছেন তার জবাব। তার দল সেরাটা দিচ্ছেনা এমন কিছু মানতে নারাজ পেইন, নিজে আইপিএলের অংশ নন বলে তার হারাবার কিছু নেই বলেও জানালেন।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইসপিএন ক্রিকইনফোকে পেইন বলেন, ‘আমি কখনোই খুব বেশি লোককে দেখিনি যারা বিরাটের পছন্দের লোক হতে চায় এবং তাকে আউট না করার চেষ্টা করে বা এমন কিছু। আমরা যারা ব্যাট বা বল হাতে নিয়েছি সবাই অস্ট্রেলিয়ার হয়ে জয়ের জন্য সর্বোচ্চটা দিয়েছি।’

পেইন বলেন, ‘আমি নিশ্চিত না কে তার (কোহলি) জন্য সহজ হতে চেয়েছে। আমাদে মাথায় একটা জিনিস ছিল সে যখন সেরা ফর্মে ব্যাট করছে তাকে যেন উস্কে না দেই।’

আইপিএল খেলার ক্ষেত্রে পিছিয়ে না থাকলেও আইপিএলকে বিশাল কিছু ভাবছেন না এই মুহূর্তে, এমন প্রশ্নে জবাবে পেইন বলেন, ‘আমি পিছিয়ে ছিলাম না কিন্তু আবার বলছি এই মুহূর্তে আইপিএল আমার কাছে বিশাল কিছু নয় সুতরাং আমার হারানোর কিছু নাই।’

ভবিষ্যতে অস্ট্রেলিয়ার বাইরে খেলতে গেলে ক্রিকেটাররা অবশ্যই সেরাটা দিবে বলে বিশ্বাস পেইনের, ‘যখনই আমাদের ছেলেরা দেশের বাইরে যাবে টেস্ট খেলতে, অবশ্যই তারা তাদের সেরাটা দিবে। আমি নিশ্চিত তারা কখনোই আইপিএল চুক্তি নিয়ে ভাবেনা যখন ভিরাট কোহলিকে বল করতে যায়।’

শুধু স্লেজিং করেই প্রতিপক্ষকে ভড়কে দেওয়া যায় এই তত্বের সাথে পুরোপুরি এক মত নন অজিদের বর্তমান টেস্ট কাপ্তান, ‘মাঠে আপনি যা বলেন তার ৯৯ শতাংশই অপ্রাসঙ্গিক ঐ সময়। কখনো কখনো আপনি কারও মাথায় ছোট কোন কথা দিয়ে দিতে পারেন কিন্তু আপনি যদি ভালো ব্যাটিং বা বোলিং না করেন পৃথিবীর সব কথাই (স্লেজিং) অনর্থক হয়ে যাবে। এতে কোন সন্দেহ নেই আমরা আমাদের মূল নজরটা দক্ষতা বৃদ্ধিতেই দিচ্ছি।’

(ঢাকাটাইমস/১০ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :