সেনেগালের পাশে সাদিও মানে

প্রকাশ | ১০ এপ্রিল ২০২০, ১২:০২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বের স্থবির অবস্থায় টালমাটাল হয়ে পড়ছে অর্থনৈতিক অবস্থা। করোনায় আটকে আছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন। উপার্জনক্ষম হয়ে উঠছে খেটে খাওয়া মানুষগুলো, চিকিৎসাব্যবস্থাও হয়ে যাচ্ছে বেসামাল। এমন পরিস্থিতিতে করোনা মোকাবেলায় নিজ দেশ সেনেগালে ৪১ হাজার পাউন্ড দান করেছেন লিভারপুল তারকা সাদিও মানে।  

সেনেগালের দারিদ্র পিড়িত গ্রাম বামবালিতে বেড়ে ওঠা মানের। ক্ষুধা নিবারণেই যেখানে সংগ্রাম নিত্যদিনের, সেখানে স্বাস্থ সেবার প্রত্যাশা বিলাসিতার সামিল। সম্প্রতি করোনাভাইরাসের থাবায় নাকাল গোটা দুনিয়া। বাদ যায়নি সেনেগাল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা আড়াইশ ছুই ছুই। আছে মৃত্যুর ঘটনাও। এমতাবস্থায় পাশে দাড়িয়েছেন সাদিও মানে। সেনেগালের সরকারি তহবিলে দিয়েছেন ৪১ হাজার পাউন্ড। সামনের দিনে এই সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

এছাড়াও পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাদিও মানে। এ জন্য ঘরে থাকার পাশাপাশি পরামর্শ দিয়েছেন সরকারি নির্দেশনা মেনে চলার।

(ঢাকাটাইমস/১০ এপ্রিল/এআইএ)