ক্ষুধার যন্ত্রণায় অসুস্থ বৃদ্ধ

প্রকাশ | ১০ এপ্রিল ২০২০, ১২:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ক্ষুধার জ্বালা করোনাভাইরাসকেও হার মানাচ্ছে। ঘরে খাবার নেই। কোথাও কাজ নেই। পকেটে টাকা নেই। চারিদিক প্রায় জনমানবহীন। সবাই নিজেকে নিয়েই বেশি চিন্তিত। এমন অবস্থায় অসহায় দরিদ্র পীড়িতদের অবস্থা খুবই করুণ।

আশরাফ মোল্লা নামে একজন ফেসবুকে লিখেছেন- ‘এই বৃদ্ধ লোকটি কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডের পেছনে পড়েছিলেন। প্রথমে সবাই ভেবেছেন তিনি করোনার রোগী। তাই ভয়ে উনার কাছে কেউ যায় নি এবং ধরতে সাহস পায় নি।

পুলিশকে খবর জানানো হলে পুলিশ আসে এবং এক পুলিশ সদস্য আমিরুল ইসলাম এগিয়ে এসে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পরে জানা যায় তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এখানে অসুস্থ হয়ে পড়েন।

দেশে মাত্র কিছুদিন হলো সবকিছু স্থির হয়ে আছে করোনা ভাইরাসের কারণে। তাতে উনার মতো গরীব অসহায় মানুষের কোনো কাজ নেই।

এরকম যদি চলতে থাকে এবং এমন পরিস্থিতি যদি দেশে আরো কিছুদিন থাকে তাহলে দেশের গরীব অসহায় মানুষরা কোথায় গিয়ে দাঁড়াবেন তা একমাত্র মহান আল্লাহ ভালো জানেন।

আসুন আমরা যে যতটুকু পারি নিজ নিজ অবস্থান থেকে দেশের এই দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

ঢাকাটাইমস/১০এপ্রিল/এসকেএস