করোনা: ইতালিতে বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে রোম দূতাবাস

প্রকাশ | ১০ এপ্রিল ২০২০, ১৩:০৮

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো

করোনার থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ ইতালি। যেদেশে প্রতিনিয়ত গুনতে হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অত্যন্ত দুঃখজনক হলেও ইতালিতে করোনা ভাইরাসের মৃত্যু মিছিলে যোগ হয়েছে সাত জন বাংলাদেশি।

বর্তমানে এই সংকটময় পরিস্থিতিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন বাংলাদেশি মৃত্যুবরণ করলে রোমস্থ বাংলাদেশ দূতাবাস তাদের পাশে থাকবে বলে জানিয়েছে।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের একান্ত প্রচেষ্টায় করোনাভাইরাস এ মৃতের লাশ দাফন করা পর্যন্ত প্রয়োজনবোধে সম্পূর্ণ খরচ দূতাবাস বহন করবে। যদি ওই পরিবার আর্থিক স্বচ্ছলতা না থাকে।

শুধু মাত্র রোম দূতাবাসের আওতাধীন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে, মৃত ব্যক্তির পরিবার চাইলে এই সুযোগ সুবিধা পেতে পারে।

এছাড়াও রাষ্ট্রদূত সাংবাদিক, রাজনৈতিকসহ বিভিন্ন স্তরের মাধ্যমে সার্বক্ষণিক বাংলাদেশিদের খোঁজ খবর রাখছেন।

সম্প্রতি বাংলাদেশ সরকার কতৃক প্রবাসীদের সহযোগিতার ২৫ লক্ষ টাকা যাচাই-বাচাইয়ের অর্থনৈতিক সমস্যা গ্রস্থ অভিবাসীদের মধ্যে বিতরণের ব্যবস্থা নিয়েছেন। তবে করোনাভাইরাস এর সমস্যার কারণে এই মুহূর্তে কোন মৃতদেহ বাংলাদেশে প্রেরণ করা হচ্ছে না।

ঢাকা টাইমস/১০এপ্রিল/একে