করোনায় পেছালো অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৪:২৯

প্রাদুর্ভাবের তিন মাসের মধ্যে পুরো পৃথিবীতে জেঁকে বসেছে প্রাণঘাতি করোনাভাইরাস। কোভিড-১৯’র প্রকোপে ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা পিছিয়ে দেয়া হয়েছে। বাদ যায়নি অলিম্পিকও। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা জন্য এক বছরের জন্য পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে আগেই। এবার এক বছর পিছিয়ে দেয়া হলো বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও।

মূলত অলিম্পিককে সুযোগ করে দিতেই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পেছানোর সিদ্ধান্ত সামনে এসেছে বলে জানিয়েছে বিবিসি।

চলতি বছরের ২৪ জুলাই জাপানের রাজধানী টোকিওতে বসার কথা ছিল অলিম্পিকের। এক বছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত।

অন্যদিকে ২০২১ সালের ৬ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের। ১৫ অগাস্ট পর্যন্ত তা চলার কথা ছিল। কিন্তু অলিম্পিক এক বছর পিছিয়ে দেয়ায় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও পেছানো হলো।

বিশ্ব অ্যাথলেটিক্সের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের ১৫ জুলাই থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে ২৪ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেটের ইউগেন শহরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসার কথা রয়েছে।

করোনায় বিশ্বে সাড়ে ৮৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে।

(ঢাকাটাইমস/১০ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :