জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৫:১০

জামালপুর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৮৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের খবরে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শাহবাজপুর থেকে এ চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।

স্থানীয়রা জানান, ১০ টাকা কেজি দরের এসব চাল কালোবাজারে বেশি দামে বিক্রির জন্য জেলা শহরের নিয়ে এলে তারা তা আটক করে। পরে তাদের খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে এসব চাল উদ্ধার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল উদ্ধারের সময় ওএমএস ডিলার লুৎফর, স্থানীয় কালোবাজারি আসাদুল্লাহ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয়রা। তাদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/১০এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :