লক্ষ্মীপুরে যুবকের মৃত্যু, পাঁচ বাড়ি লকডাউন

প্রকাশ | ১০ এপ্রিল ২০২০, ১৫:৪৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২০, ১৬:৩০

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগরে সাহেবেরহাট এলাকায় করোনা উপসর্গ নিয়ে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ওই যুবক নিজ বাড়িতে মারা যান। করোনা সন্দেহে তার শরীরের নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরে নিহতের পরিবারসহ পাঁচটি বাড়ি লকডাউন করা হয়। দুপুরে সামাজিক সুরক্ষা মেনে তাকে দাফন করা হয়েছে। এ নিয়ে গত আট দিনে জেলায় মারা গেছে সাতজন।

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৬ এপ্রিল ডায়রিয়া আক্রান্ত হয়ে ওই যুবক কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কিছুটা উন্নতি হলে বুধবার তাকে বাড়িতে নিয়ে যায় স্বজনরা। বৃহস্পতিবার রাতে ডায়রিয়া ও জ্বর দেখা দেয়। শুক্রবার সকালে বাড়িতে মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের বাড়িসহ পাঁচটি বাড়িকে লকডাউন করে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফছার উদ্দিন।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/কেএম)