কুবির সকল কার্যক্রম স্থগিত

কুবি প্রতিনিধি,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৫:৪৩

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে গত মাস থেকেই প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইসের সংক্রমণের ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সবধরণের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

বিজ্ঞিপ্তিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ’

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :