ঠাকুরগাঁওয়ে ৬৩০ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা

প্রকাশ | ১০ এপ্রিল ২০২০, ১৬:৫৪

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৮ বস্তা চাল আটকের ঘটনার সূত্র ধরে ৬৩০ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় পাঁচটি গুদাম সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দুজন ডিলারসহ ছয়জনকে আসামি করে মামলা করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মন।

মামলার আসামিরা হলেন, ওএমএস ডিলার আমিরুল ইসলাম, তার ভাই জেমেরুল ইসলাম, আমিরুলের স্ত্রী বড়পলাশবাড়ী ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য কুলসুমা আক্তার, আমজানখোর ইউনিয়নের ওএমএস ডিলার আব্দুর রশিদ, নছিমন চালক পান্না কাওসারসহ অজ্ঞাত আরো একজন।  

আটক জামেরুল ইসলাম ও পান্না কাওসারকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেল হাজতে পঠিয়েছেন।

বৃহস্পতিবার সকালে দুইটি রিকশা ভ্যান ও একটি নছিমনযোগে  হতদরিদ্রদের ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির ৬৮ বস্তা চাল  নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গী অভিমুখে নিয়ে যাচ্ছিল। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা চালের গাড়ি আটক করে। অবস্থা বেগতিক দেখে দুজন ভ্যানচালক পালিয়ে যায় এবং নছিমন চালক পান্না কাওসারকে লোকজন আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন রাস্তা থেকে ৬৮ বস্তা চাল জব্দ করেন। পরে এই সূত্র ধরে মোট ৬৩০ বস্তা চাল জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/কেএম)