গোপালগঞ্জ থেকে কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠানো নারীর করোনা নেই

প্রকাশ | ১০ এপ্রিল ২০২০, ১৭:২৪

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

করোনায় আক্রান্ত সন্দেহে গোপালগঞ্জ থেকে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠানো নারীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত মঙ্গলবার বিকালে করোনা আক্রান্ত সন্দেহে ওই নারীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপতালে পাঠানো হয়। সেখানে তার নমুনা পরীক্ষায় করোনার অস্তিত্ব পাওয়া যায় নি।

সিভিল সার্জন জানান, শুক্রবার নতুন করে ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সরকারি রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এ নিয়ে জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪১টি। এর মধ্যে দুই জনের শরীরে করোনাভাইরাস শণাক্ত হয়েছে। তারা টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকার এক দম্পতি। তারা উপজেলা হাসপাতালে আইসোলেশনে আছেন।

ঢাকাটাইমস/১০এপ্রিল/পিএল