শিল্পকলার মহাপরিচালক হলেন আব্দুল মান্নান ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৯:১১

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস। নতুন মহাপরিচালক নিয়োগ হওয়ার পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত সচিবের দায়িত্বের পাশাপাশি এই পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিশাখা-৭ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক লিয়াকত আলী লাকীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আজ শেষ হচ্ছে। নতুন কাউকে এই পদে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত আব্দুল মান্নান ইলিয়াস দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলা একাডেমির সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্র্রসঙ্গত, লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুবছর করে পাঁচবার বাড়ানো হয়েছে।

(ঢাকাটাইমস/ ১০ এপ্রিল/এসএস/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :