ঢাকাটাইমসের ইফতেখারকে হুমকি, আদালতের অনুমতির অপেক্ষায় তদন্ত

প্রকাশ | ১০ এপ্রিল ২০২০, ১৯:৪৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২০, ১৯:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
হুমকিদাতা ইমরান তালুকদার বছির

দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের গাজীপুরের টঙ্গী থানা প্রতিবেদক ইফতেখার হোসেন রায়হানকে প্রাণনাশের হুমকি ঘটনা তদন্তের জন্য আদালতের অনুমতি চেয়েছে পুলিশ। টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ইমরান তালুকদার বছির ইফতেখার রায়হানকে এই হুমকি দিয়েছিলেন।

হুমকির ঘটনায় করা সাধারণ ডায়েরিটি তদন্তের দায়িত্ব পেয়েছেন টঙ্গী পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) নাজমুল । তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘সাধারণ ডায়েরিটির বিষয়ে তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালত থেকে অনুমতি পেলে তদন্ত করা হবে।’

গত ৪ এপ্রিল মুঠোফোনে আলাপকালে সাংবাদিক ইফতেখার হোসেন রায়হানকে হুমকি দেন টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ইমরান তালুকদার বছির।  

বছির ইফতেখার রায়হানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বলেন, ‘তোমার হাত-পা ভেঙে রাখি নাই এই শুকরিয়া করো মিয়া। আমাকে কি ভালো মনে হয় মিয়া? তোমার হাত-পা ভেঙে লাইফ শেষ করি নাই, সেই শুকরিয়া করো। তোমার সাহস কত ...আমার লাইনে আইছ? দুই রান ধরে ফাইরা ফেলাবো মিয়া। ...তুই চিনস আমি কেডা? তোর সঙ্গে ভালো মতো কথা বলছি, তুই আমারে ফালতু মনে করস? তোরে টান দিয়ে ছিড়ে ফেলাবো। তোর মতো দুই-চারটা সাংবাদিক মাইরা... পাখির মতো উড়াই দিছি। টঙ্গীর এক সাংবাদিককে মাইরা এলাকা ছাড়া করছি।'

ওইদিনই নিরাপত্তা চেয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইফতেখার হোসেন রায়হান।

এদিকে সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় বছিরের নিজ সংগঠনের নেতাকর্মীরাও বিব্রত। ঘটনার পর টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকার অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘বিষয়টি দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/ ১০ এপ্রিল/ এইচএফ)