গাজীপুরে শ্রমিক করোনা আক্রান্ত, এলাকা লকডাউন

প্রকাশ | ১০ এপ্রিল ২০২০, ১৯:৫২

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কাপাসিয়ার দস্যু নারায়ণপুর এলাকায় ছোয়া এগ্রো প্রোডাক্ট নামে একটি ফিড মিলের শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন। এ ঘটনার পর ওই কারখানার শতাধিক শ্রমিক ও আক্রান্তের পরিবারসহ পুরো এলাকা লকডাউন করা হয়েছে। আক্রান্ত শ্রমিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার জানান, ওই পোল্ট্রি কারখানার শ্রমিক গত শনিবার থেকে জ্বর, সর্দি ও ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার সকালে তার উপসর্গ বেড়ে যাওয়ায় স্বজনরা তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। পরে শুক্রবার তার পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা বলেন, শ্রমিক করোনা আক্রান্তের পর কারখানা, কারখানার শতাধিক শ্রমিক এবং আক্রান্তের পরিবারসহ পুরো এলাকা লকডাউন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)