কিশোরগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে ইউএনও

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ২২:৪৯

গ্রামে, পাড়ায়-মহল্লায় সচেতনতামূলক ক্যাম্পেইন, মাইকিং করে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদির মিয়ার তত্ত্বাবধানে শুক্রবার জেলা সদরের বিভিন্ন ইউনিয়নের গ্রামে গিয়ে মাইকিং করে এ সচেতনতা কার্যক্রম দেখা গেছে।

এ সময় ইউএনওর সঙ্গে ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আব্দুল কাদির মিয়া বলেন, জেলা সদরের গ্রামে গ্রামে গিয়ে এত প্রচারণার পরেও খুব আফসোস লাগে যখন দেখি মানুষ একগুঁয়ে স্বভাব দেখিয়েই যাচ্ছে। দয়া করে নিজে নিরাপদ থাকুন, ঘরে অবস্থান করুন, অন্যকে নিরাপদ রাখুন, দেশ নিরাপদ থাকুক।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :