জামালপুরে ১৫৯ বস্তা চাল জব্দ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ২২:৫৬

জামালপুর জেলা পরিষদ সদস্য সদর থানা আওয়ামী লীগ-এর প্রচার সম্পাদক হাবিবুর রহমান দুলালের গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকালে শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে।

এর আগে সকালে একই ইউনিয়নের চিকারপাড় গ্রামে অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রির সময় ৮৫ বস্তা চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদা বেগম জানান, গোপন সংবাদে বিয়ারা পলাশতলা বাজারের একটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল জব্দ করা হয়। পরে এসব চাল সরকারি হেফাজতে নেয়া হয়। এ বিষয়ে মামলার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

বিয়ারা পলাশতলা বাজারের ওই গুদামটির মালিক সদর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলাল।

এদিকে সকালে একই ইউনিয়নের চিকারপাড়া এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির খবর পেয়ে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় চাল ব্যবসায়ী রফিকের বাড়ির সামনে তিনটি ইজিবাইক থেকে ৮৫ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় ওই এলাকার ডিলার লুৎফর রহমানসহ কালোবাজারি আসাদুল্লাহ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত হয়।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :