৯৯৯-এ ফোন, অভুক্ত পাগলকে হাসপাতালে নিলো পুলিশ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ২৩:২২

লকডাউন অবস্থায় সবাই যখন ঘরে পুলিশ তাদের মানবিকতার পরিচয় দিল৷ শুক্রবার রাতে যশোর শহরের মোল্লা পাড়ায় মসজিদের সামনে রাস্তায় পড়ে থাকা এক পাগল চার দিন ধরে অভুক্ত। স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন দিলে কোতয়ালী থানা পুলিশ উদ্ধার করে খাবার কিনে খাওয়ায় এবং চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, শহরের মোল্লা পাড়ায় মসজিদের সামনে রাস্তায় এক পাগল পড়েছিল। চার দিন ধরে না খাওয়া অবস্থায়। স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে থানা থেকে আমাদের জানায়। আমি ও এসআই সেকেন্দার দুজন মিলে পাগলকে উদ্ধার করি এবং খাবার কিনে খাওয়াই। পরে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক সোহানুর রহমান তাকে ভর্তি করেন।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :