পালিয়ে থাকা করোনা রোগী ধরা, শতাধিক পরিবার লকডাউন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৯:৫৮ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ০৯:৪৩
ফাইল ছবি

করোনায় আক্রান্ত হওয়া জেনেও পালিয়ে থাকা এক যুবককে ধরে নিজেদের হেফাজতে নিয়েছে টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ। এছাড়া তথ্য গোপন করে মানুষের সঙ্গে মেলামেশা করায় ওই ব্যক্তির এলাকার ১২০ পরিবার লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে করোনায় আক্রান্ত ওই ব্যক্তিকে উপজেলার সংগ্রামপুরের ঘোনারদেউলি থেকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

তিনি বলেন, ২৪ বছরের ওই যুবক আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত। চলতি মাসের ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালের চিকিৎসকরা তার শরীরে করোনার উপসর্গ দেখতে পেলে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠান। একইসঙ্গে তাকে কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করে। কিন্তু এই যুবক সেখানে ভর্তি না হয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। তিনদিন আগে সে জানতে পারে তার করোনা পজেটিভ। তারপর থেকে সে ফোন নাম্বারটি বন্ধ করে দেয়।

গতকাল আইইডিসিআর থেকে এই বিষয়ে ম্যাসেজ দেয়া হলে দীর্ঘ প্রচেষ্টায় প্রযুক্তির সহায়তায় তাকে ধরা হয়। রাতেই বিশেষায়িত ব্যবস্থায় তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

অঞ্জন কুমার আরও বলেন, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্তের খবর গোপন করে বিভিন্ন স্থান ও মানুষের সঙ্গে মেলামেশা করেছে। সে কারণে প্রাথমিকভাবে ওই গ্রামের ১২০টি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সে আরও কোথায় কোথায় চলাচল করেছে সেসব বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। পরবর্তীতে সে বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :