করোনা মোকাবিলায় ২৫ কোটি টাকার সুইস সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৫:২৫ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ১৫:০৩

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সুইজারল্যান্ড প্রাথমিকভাবে ২৫ কোটি টাকার (২.৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক) সহায়তা দেবে।

তবে এই অর্থ জরুরি পরিস্থতি মোকাবেলায় স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে ব্যয় হবে বলে এক ঢাকায় সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ ঝুঁকি প্রতিরোধ ও হ্রাস করার জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, সুইজারল্যান্ড তা বাংলাদেশ সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলির সঙ্গে মূল্যায়ন করছে।

এই সহায়তা ছাড়াও কোভিড-১৯ প্রতিরোধের বৈশ্বিক লড়াইয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টের আবেদনে সুইজারল্যান্ড ১ কোটি ৪৪ লাখ সুইস ফ্রাঙ্ক বা ১২৬ কোটি টাকা দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

করোনা মোকাবেলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এনআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :