ব্রাহ্মণবাড়িয়া লকডাউন

প্রকাশ | ১১ এপ্রিল ২০২০, ১৭:১৫ | আপডেট: ১১ এপ্রিল ২০২০, ১৭:৩৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে৷ একজনের মৃত্যু ও একদিনে সাতজন করোনা আক্রান্তের খবরে ব্রাহ্মণবাড়িয়ায় এই পরিস্থিতি তৈরি করে।  শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান এই তথ্য নিশ্চিত করেছেন। এই লকডাউন অবস্থা শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এক সভা হয়। এই সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জেলা প্রশাসক ছাড়াও অংশ নেন পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শামসুজ্জামান, সিভিল সার্জন একরাম উল্লাহ, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন প্রমুখ।

এই লকডাউনের সময়কালে খাদ্যদ্রব্যের দোকান দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান লকডাউনের বাইরে থাকবে। লকডাউন ঘোষণা করার ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাইরে থেকে কেউ আসতে পারবে না। জেলা থেকে কেউ বাইরে যেতেও পারবেন না।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/কেএম)