অসহায় পিতার হাতে শিশুখাদ্য তুলে দিলেন ইউএনও

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ২০:০৮

করোনাভাইরাসের প্রভাবে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় বাচ্চার জন্য দুধ কিনতে না পারা এক অসহায় পিতার হাতে শিশুখাদ্য ও ত্রাণসামগ্রী তুলে দিলেন ইউএনও বিজেন ব্যানার্জি। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে ত্রাণ ও শিশুখাদ্য তুলে দেন তিনি।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুডিলা গ্রামের আব্দুল রহমানের জিলাপি ও সিংগাড়ার দোকান ছিল বাদাঘাট বাজারে। বতর্মান পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় দোকান বন্ধ থাকায় দুটি শিশুর জন্য দুধ কিনতে পারছিলেন না।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বিষয়টা জানতে পেরে তাৎক্ষণিক শিশুর জন্য দুই প্যাকেট দুধ এবং বাচ্চাটার পরিবারকে খাদ্যসামগ্রী দেন।

ওই শিশুর পিতা আব্দুল রহমান ইউএনও’র আন্তরিকতায় মুগ্ধ হয়ে বলেন, ‘স্যার অনেক ভাল মনের মানুষ। আমার অসহায় অবস্থার কথা জানতে পেরে দুধের প্যাকেট, চালসহ খাদ্যসামগ্রী দিয়েছেন। আমার অনেক উপকার হয়েছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :