ব্রাহ্মণবাড়িয়ায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ২০:১৩

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক নারী মারা গেছেন। শনিবার সকাল ৭টায় শহরের কাউতলী এলাকায় নিজ বাসায় তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই নারীর নমুনা সংগ্রহ করেছে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

মৃতের স্বামী বশির ভূইয়া জানান, গত ৩১ মার্চ প্রচণ্ড জ্বর নিয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক ঢাকা স্থানান্তর করেন। কিন্তু ওই নারী ঢাকা যেতে না চাওয়ায় বাড়িতেই তার চিকিৎসা চলতে থাকে। তার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল। ওই নারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেনের নেতৃত্ব একটি মেডিকেল টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ওই নারীর করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকেও করোনাভাইরাসে মারা যাওয়া রোগীদের মতোই দাফন করা হবে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :