করোনা: মুন্সীগঞ্জ লকডাউন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২১:৩৩ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ২১:১৮

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুন্সীগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ।

তিনি বলেন, ‘গত ৯ এপ্রিল গণবিজ্ঞপ্তির মাধ্যমে জনগণ ও যানবাহন চলাচলে কঠোর নিষোধাজ্ঞা জারি করেছি। ওই নিষেধাজ্ঞা ও প্রচলিত লকডাউন শব্দের অর্থ একই। পরবর্তী ঘোষণা ছাড়া জেলা থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবে না। সড়ক ও নৌপথও বন্ধ থাকবে। জেলার সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ব্যাংক, প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দোকানসহ জরুরি প্রতিষ্ঠান ও কৃষিপণ্যের যান চলাচল যথারীতি চলবে। এছাড়া উপজেলা, আন্তঃ ইউনিয়ন যোগাযোগ আগেই বন্ধ করা হয়েছে । সেটি বলবৎ আছে।’

তিনি আরও বলেন, ‘জেলায় নতুন ১০জন রোগী শনাক্ত হয়েছে। তাই বিষয়টি আমরা কঠোরভাবে মনিটর করব।’

প্রসঙ্গত, শনিবার প্রথমবারের মত মুন্সীগঞ্জের উপজেলায় স্বাস্থ্যবিভাগের পাঁচ কর্মকর্তা ও দুই নারীসহ ১০জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ঢাকাটাইমস/১১এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :