লালমনিরহাটে করোনা রোগী শনাক্ত, পাঁচ গ্রাম লকডাউন

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ২১:৫৫

লালমনিরহাটে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়া দহগ্রামের ৩১ বছর বয়সী ওই ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। এরপর ওই গ্রামসহ আশেপাশের পাঁচটি গ্রাম লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত সন্দেহে শুক্রবার সকালে তিনজনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ওই ব্যক্তির রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে রাজমিস্ত্রীর কাজ করতেন। কয়েকদিন আগে বাড়ি আসার পর করোনার উপসর্গ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে।

জেলা প্রসাশক আবু জাফর জানান, আক্রান্ত ওই ব্যক্তির গ্রামসহ আশেপাশের পাঁচটি গ্রাম ও তিনটি রাস্তা লকডাউন করা হয়েছে।

ঢাকাটাইমস/১১এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :