রূপগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ২২:১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনার উপসর্গ অর্থাৎ জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জলিল প্রধান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে রূপসী প্রধান বাড়ি এলাকায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। জলিল প্রধান ওই এলাকার মৃত কুদরত আলীর ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আলম মামুন বলেন, বৃদ্ধ জলিল প্রধান বেশ কিছুদিন ধরেই জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানায়। তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি দল সেখানে যায়। স্বাস্থ্যকর্মীরা যাওয়ার আগেই ওই বৃদ্ধের লাশ দাফন করে ফেলায় স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করতে পারেনি। স্বাস্থ্যকর্মীরা ওই পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছেন। রবিবার ওই বৃদ্ধের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে এক নারী ও শুক্রবার সকালে এক ব্যক্তির জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত রূপগঞ্জ উপজেলায় তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :