ফরিদপুরে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ২২:২৬

ফরিদপুর শহর এবং কৌজুরি ইউনিয়নের পাঁচ জায়গায় ১৫০ জন অটোচালক, ভিক্ষুক, ভবঘুরে এবং শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই সহায়তা কার্যক্রম চলে।

এসব হতদরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা।

ইউএনও বলেন, উপজেলার পাঁচটি জায়গা ঘুরে ১৫০ জন অটোচালক, ভিক্ষুক, ভবঘুরে এবং শ্রমিকদের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারের নির্দেশনা মেনে সার্বক্ষণিক দরিদ্র্য খেটে খাওয়া মানুষের পাশে রয়েছি আমরা।

উপজেলার ১২টি ইউনিয়নে প্রধানমন্ত্রী থেকে প্রাপ্ত মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্য জনপ্রতিনিধি, স্থানীয় দলীয় নেতা এবং ট্যাগ অফিসার (সরকারি কর্মকর্তা) উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করছেন বলে জানান ইউএনও।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :