ঠাকুরগাঁও লকডাউন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ২২:৩৪

ঠাকুরগাঁও জেলাকে লকডাইন ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে এক গণবিজ্ঞপ্তিতে এ লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম। সন্ধ্যায় জেলা প্রশাসকের সভাপতিত্বে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঠাকুরগাঁও জেলাকে অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা করা হলো। এসময় সকল প্রকার গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহের আওতা বহির্ভূত থাকবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইতোমধ্যে জারিকৃত সকল আদেশ বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও জরুরি সুরক্ষার প্রয়োজনে ঠাকুরগাঁও জেলাকে অবরুদ্ধ (লকডাউন) করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :