আমদানি বিল পরিশোধে শর্ত শিথিল

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০২০, ১৮:১১

কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই পাঁচ লাখ ডলার পর্যন্ত আমদানি বিল পরিশোধ (বুলেট রি-পেমেন্ট) করতে পারবেন আমদানিকারকরা। যার মেয়াদ হবে ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম। এর আগে যেকোনো পরিমাণ বুলেট পেমেন্টের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হতো।

এছাড়া বিদ্যমান নিয়ম অনুযায়ী, প্রতি তিন মাস পর পর আমদানি বিল পরিশোধ করতে হয়। এটি এককালীন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

বাংলাদেশে কার্যরত সকল অথরাইজ ডিলারদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতি সামাল দিতে আমদানিকারকদের বুলেট রি পেমেন্টের শর্ত সহজ করা হলো। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই পাঁচ লাখ ডলার পেমেন্ট করতে পারবেন আমদানিকারকরা।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/আরএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :