এই অবস্থায় শিশুদের সময় দিন: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ১০:৪৪
ছবিতে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও তার ছেলে সহজ

চারদিকে করোনা আতঙ্ক। শুটিং বন্ধ। তাই লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে বেশ খানিকটা দূরেই আপাতত দিন কাটছে ওপার বাংলার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। কখনও পোষ্যকে নিয়ে খেলা করছেন, আবার কখনও বা ছেলে সহজের সঙ্গে মেতে উঠছেন রং-তুলি-পেন্সিলে।

তারকাদের সচরাচর এতটা অবসর মেলে না। প্রিয়াঙ্কারও তাই। ব্যস্ত শিডিউলে ছেলে সহজকে সে ভাবে সময় দেয়া হয়নি তার। সময় মিলেছে অবশেষে। ছেলেও কিছুতেই কাছ ছাড়া করতে চাইছে না মাকে। মায়ের আগেই ছেলের সকাল শুরু হয়।

প্রিয়াঙ্কার কথায়, ‘সহজ এখন আমার আগে ঘুম থেকে উঠছে। ইদানিং রাতে খুব কম ঘুম হচ্ছে আমার। সেটা সম্ভবত দুশ্চিন্তা থেকে। চারপাশে যা হচ্ছে! আমি চাইছি সহজের রুটিনটাকে স্বাভাবিক রাখতে। সেখানে হঠাৎ করে কোনো পরিবর্তন এলে ওরও খাপ খাওয়াতে অসুবিধা হবে।’

নায়িকার উপদেশ, ‘স্কুল বন্ধ, শিশুরা যে যার বাড়িতে। চারপাশে এক অস্থির অবস্থা। শিশুমনে যাতে এর প্রভাব না পড়ে সে জন্য এই অবস্থায় শিশুদের সময় দিন। আমরা প্রতিদিন খবর দেখছি, বিশ্বের অবস্থা সম্পর্কে নানা খবর পাচ্ছি। কিন্তু শিশুদের কথা ভাবুন। ওরা তো বাইরের অবস্থা কিছুই বুঝতে পারছে না।’

খেতে ভালবাসের প্রিয়াঙ্কা। তবে বর্তমান পরিস্থিতিতে বাহারি রান্না করে অপচয় করতে চান না অভিনেত্রী। এই কঠিন সময়ে দাঁড়িয়ে তিনি বারবারই বলছেন, ‘অপচয় নয়। আমাদের সবাইকে বুঝে শুনে খরচ করতে হবে। খাবারের রেশনিং করা খুব গুরুত্বপূর্ণ।’

ঢাকাটাইমস/১৩এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :