সিলেটে অন্তঃসত্ত্বা নারী করোনায় আক্রান্ত

ব্যুরো প্রধান, সিলেট
| আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৬:০৮ | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ১৪:৩৫

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে চিকিৎসাধীন এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ বলে ফলাফল এসেছে।সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার বেড়িগাও এলাকা।

তিনি জানান, গত বুধবার অন্তঃসত্ত্বা ওই নারী সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। পরে তাকে ওই দিনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তার সর্দি-জ্বর ও কাশি ছিল।

করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর আজ কোভিড-১৯ ফলাফল পজেটিভ এসেছে।

আক্রান্ত ওই নারীর সংস্পর্শে আসা সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক-নার্স, তাকে সিলেটে নিয়ে আসা গাড়ির চালক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্সসহ সবাইকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :