করোনায় মৃতদের দাফনের দায়িত্ব নিলেন ২৪ তরুণ আলেম

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২০, ২০:০০

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে করোনায় মৃতদের দাফন-কাফনে অংশ নেয়ার জন্য ২৪ জন তরুণ আলেমের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। কওমি মাদ্রাসার এসব তরুণ আলেম স্বেচ্ছায় এই টিম গঠন করেছেন। ফরিদপুরের পুলিশ সুপার সোমবার এই টিমের অনুমোদন দেন।

এই টিমের আহ্বায়ক মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী। অন্যরা হলেন- হাফেজ মাওলানা আবু নাসির, হাফেজ মাওলানা খবির উদ্দিন, মাওলানা শেহাবউদ্দিন, মাওলানা আবুল আহাদ সিদ্দিকী, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান তরুণ আলেমদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যেক থানায় এ কাজের জন্য পাঁচজন পুলিশ সদস্যকে নিয়ে বিশেষ টিম রয়েছে। তাদের সাথে এই টিম কাজ করবেন।

এই দলের সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী বলেন, নবি (সা.) কোন উম্মত যাতে মৃত্যুর পর শরিয়ত সম্মতভাবে দাফন-কাফনের হক হতে বঞ্চিত না হন- সেজন্য আমাদের এই টিম গঠন করা হয়েছে। আমরা করোনায় আক্রান্তদের গোসল, জানাজা ও দাফনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেব।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)