লকডাউন হলো নগরকান্দা উপজেলা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২১:৫৭ | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ২১:৫৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলাকে লকডাউন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যেতি প্রুর সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরকান্দা উপজেলার একটি ইউনিয়নে দুজন করোনা রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে করোনাভাইরাস আক্রান্ত দুইজন শনাক্ত হয়েছেন। ওই দুইজনের একজন ঢাকা থেকে এবং অন্যজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন সম্প্রতি। পাঁচ থেকে ছয় দিন আগে তারা নগরকান্দা ফিরেন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার বিকালে ওই দুই ব্যক্তির প্রতিবেদন এসেছে। দুজনের রিপোর্ট পজেটিভ অর্থাৎ করোনা শনাক্ত হয়েছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :