সিলেটে চিকিৎসকসহ ৪৪ জন কোয়ারেন্টাইনে

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ২২:৫০

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ চিকিৎসকসহ ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর করোনাভাইরাস শনাক্তের পর তার সংস্পর্শে আসায় সোমবার বিকালে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালটির উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, ৪৪ জনের মধ্যে অন্যরা হলেন হাসপাতালের সেবিকা ও অন্যান্য স্টাফ। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

তিনি জানান, করোনা শনাক্ত সুনামগঞ্জের ওই নারী অন্তঃসত্ত্বা অবস্থায় গত বুধবার হাসপাতালে ভর্তি হন। গত চার দিন আগে সেখানেই সন্তান প্রসব করেন তিনি। এর মধ্যে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে রবিবার তার করোনা পরীক্ষা করা হয়। সোমবার তার রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ আসে। এরপর করোনা সংক্রমণ রোধে তার সংস্পর্শে আসা ওই সকল চিকিৎসক, নার্স ও স্টাফদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।

জানা গেছে, আক্রান্ত নারীর স্বামী কিছুদিন আগে নারায়নগঞ্জ থেকে বাড়ি ফিরেছেন।

ঢাকাটািইমস/১৩এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :