সরকারি চাল কালোবাজারে, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আলাউদ্দিন আলিফ
বান্দরবান থেকে
| আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৩:২১ | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ২৩:৩৫

পার্বত্য নগর বান্দরবানের রুমা উপজেলায় হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে ১০ টাকা দরে বরাদ্দ চাল বেশি দামে কালোবাজারে বিক্রির অভিযোগে ছাত্রলীগ নেতা ও এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দ চাল বেশি লাভের আশায় কালোবাজারে বিক্রির অভিযোগে তাদের সাজা দেয়া হয়। সোমবার দুপুরে রুমা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলম।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিতরা হলেন রুমা উপজেলা ছাত্রলীগ নেতা রাজিব সিকদার। তিনি হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শস্য বিতরণ কর্মসূচির ডিলার। অন্যজন চাল ক্রেতা রুমা বাজারের ব্যবসায়ী শাহানেওয়াজ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, অভিযানে ছয়টি বস্তায় ২৮৭ দশমিক পাঁচ কেজি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় রাজিব সিকদারকে একমাস এবং শাহানেওয়াজকে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডিতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :