কুলিয়ারচরে ৫৭ বস্তা চালসহ ওএমএস ডিলার আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৪:২৫ | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০, ১৪:০৫

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবৈধ মজুদ রাখা ১০টাকা কেজি দামের ৫৭ বস্তা চালসহ নাসির উদ্দিন (৪৫) নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর মাজার সংলগ্ন এলাকা থেকে তাকে চালসহ আটক করা হয়। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এ সময় কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়াৎ ফেরদৌসী, সহকারী কমিশনার (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্স ও কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার উপস্থিত ছিলেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়াৎ ফেরদৗসী বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার ডিলার নাছির উদ্দিনের গুদামে অভিযান চালিয়ে ৫৭ বস্তা চালসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে রাতেই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তার বিরুদ্ধে মামলা করেছেন।

ওসি আব্দুল হাই তালুকদার বলেন, ডিলার নাসির উদ্দিনের বিরুদ্ধে সরকারি মালামাল অরক্ষিত রাখাসহ দায়িত্ব অবহেলার দায়ে একটা মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামিকে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :