চাঁদপুরে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২০, ১৪:৪৩

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবক মারা গেছেন। তার বয়স প্রায় ৩৩ বছর। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে করোনার উপসর্গ নিয়ে ওই যুবক সদর হাসপাতালে এলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, করোনা টেস্টের জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতদেহ এখনো হাসপাতালে রয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে।

মারা যাওয়া যুবকের বাড়ি চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায়। সেখান থেকে রাত সাড়ে ৩টায় তাকে সদর হাসপাতালে আনা হয়।

স্বজনরা জানিয়েছেন, গত কয়েকদিন তিনি করোনা উপসর্গ নিয়ে আক্রান্ত ছিলেন। রাতে তার অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসেন।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/কেএম)