গজারিয়ায় স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২০, ১৪:৫৯

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মী ও বাউশিয়া ইউনিয়নের এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় তিন স্বাস্থ্যকর্মীসহ মোট ছয়জনের মধ্যে এই  ভাইরাসের জীবাণু শনাক্ত হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন করে আক্রান্ত ব্যক্তি বহিঃবিভাগে কাজ করতেন। অন্যজন বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া গ্রামের ৫৪ বছর বয়সী একজন নারী।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আনাম বলেন, নতুন সংক্রমিত দুজনের নমুনা চলতি ১৩ এপ্রিল পাঠানো হয়। মঙ্গলবার পজেটিভ প্রতিবেদন হাতে পেয়েছি। উপজেলা থেকে মোট নমুনা পাঠানো হয়েছে ১৮ জনের। এর মধ্যে তিন স্বাস্থ্যকর্মীসহ ছয়জনের পজেটিভ।

উল্লেখ্য, গত শুক্রবার স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন সহকারী নার্স ও নারায়ণগঞ্জ থেকে এসে উপজেলার লক্ষীপুরা গ্রামে শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়া এক শ্রমিকসহ তিনজনের নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য শুক্রবার দিবাগত মধ্য রাতে ঢাকায় নেয়া হয়েছে। এর পর রবিবার শনাক্ত হয় ব্যাংকের একজন নিরাপত্তা কর্মীর।

মঙ্গলবার নতুন একজন স্বাস্থ্যকর্মী ও উপজেলায় প্রথম নারী আক্রান্তের খবর পাওয়া গেলো।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/কেএম)