চুয়াডাঙ্গায় শাশুড়ি হত্যার অভিযোগে দুই পুত্রবধূ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০, ১৮:২৯

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শাশুড়িকে রুটি বানানোর বেলুন দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ অভিযোগে মঙ্গলবার দুপুরে দুই পুত্রবধুকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পল্লি রাইসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাশুড়ি সফুরা খাতুন (৬৫) ওই গ্রামের মৃত হবিবুর রহমানের স্ত্রী।

আটক পূত্রবধূরা হলেন- রিজিয়া খাতুন ও রেশমা খাতুন।

পুলিশ বলছে, আটক দুই পুত্রবধূ শাশুড়ির হত্যাকারী কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, দুই পুত্রবধূর সাথে বৃদ্ধা শাশুড়ি সফুরা খাতুনের প্রায় সময়ই বাকবিতণ্ডা তৈরি হতো। পুত্রবধূ ও শাশুড়ির মধ্যকার সম্পর্কও ভালো ছিল না। সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটির জের ধরে বড় পুত্রবধূ রিজিয়া খাতুন রুটি তৈরির বেলুন দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হলে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক সুজনের কাছে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে রাতেই বৃদ্ধা সফুরা মারা যান।

প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, প্রতিবেশীদের অভিযোগের প্রেক্ষিতে দুই পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশি তদন্ত শুরু হয়েছে। এখনো তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। ময়নাতদন্তের পরই আসল ঘটনা উদঘাটন হবে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানান, পুত্রবধূদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তারা হত্যার অভিযোগ অস্বীকার করে পুলিশকে বলেছেন, ‘শাশুড়ি একা এক ঘরে থাকতেন। সেখান থেকে হোঁচট খেয়ে পড়ে মারা গেছেন।’

তবে বড় পুত্রবধূ রিজিয়া খাতুনের কথায় কিছুটা সন্দেহ রয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :